স্টাফ রিপোর্টার: সারাদেশে কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা ও যারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের জন্য এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডের সকল মসজিদে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী এর নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৯ আগষ্ট) হাউজিং এস্টেট জামে মসজিদে জুম্মার নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ- সভাপতি প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছলোদী, এবং প্রতিটি ওয়ার্ড বিএনপি ও যুবদল,সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ আরো অনেকই।
এছারাও নগরীর প্রতিটি ওয়ার্ডের সকল মসজিদে দোয়া ও মিলাদের অনুষ্ঠিত হয়।