সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুর্নীতি, অনিয়ম, দখল, চাঁদাবাজি, অবৈধ পার্কিং, বাজারের ফুটপাত দখল ও মাদকমুক্ত সুন্দর, সুশৃঙ্খল, পরিষ্কার, পরিবেশ বান্ধব বিশ্বনাথ গড়ার লক্ষ্যে এক বিশাল মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের বাসিয়া সেতুতে ছাত্র সমাজের ৫ দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এরআগে মঙ্গলবার সকাল ১১ টা থেকে পৌর এলাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার সহকারে মানববন্ধনে যোগ দেয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগও দাবি করে তারা।
বিশ্বনাথ জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা দুলাল আহমদ ও মাওলানা সাঈদ আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তানিয়া বেগম, মাদানিয়া মাদ্রাসা ছাত্র জাহেদুর রহমান, শাকিল আহমদ, আসাদ আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল জামিল, মুস্তাফিজুর রহমান, রামসুন্দর সরকারি হাইস্কুলের শিক্ষার্থী তাওহিদ আহমদ, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার ছাত্র ইয়াহহিয়া আহমদ, মিজানুর রহমান, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইমদাদ আহমদ, শিক্ষক প্রতিনিধি মামুন হোসেন ও ইলিয়াছুর রহমান এবং ৫টি দাবি তুলে বক্তব্য রাখেন কলেজ ছাত্র ময়নুর রহমান, ফেরদৌস আহমদ।