প্রবাসী বাংলাদেশীরা সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। দেশের যেকোন দূর্যোগ মোকাবেলায় প্রবাসীরা সাহায্য-সহযোগিতা করে আসছেন। প্রবাসীদের রেমিট্যান্সের ওপর ভর করেই দেশের অর্থনৈতিক চাকা সবসময় সচল থাকে।
(২৯ আগস্ট) বৃহস্পতিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ইউ.কে এর সভাপতি আব্দুল বারী একথা বলেন।
সিলেট বিভাগীয় কমিটি সভাপতি এম আতাউর রহমান পীর এর সভাপতিত্বে ও আমীন তাহমীদ এর পরিচালনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডাঃ সৈয়দ সাঈদ মাসুক আহমদ, এডভোকেট সৈয়দ কাউসার আহমদ, এম এ নাপিসুর সুজা, কয়েছ আহমদ সাগর, এড. মোহাম্মদ আজিজুর রহমান, জামাল আব্দুন নাসের, মোস্তফা আহমদ আজাদ, কামাল উদ্দিন ভ’ইয়া, মো আব্দুল লতিফ খান, সায়েদুর রহমান চৌধুরী রুপা, মো ইদ্রিস আলী, জামিল চৌধুরী, বেলাল উদ্দিন। প্রমুখ