ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ফেঞ্চুগঞ্জ ফেরীঘাট পয়েন্টে মানববন্ধন করেন আন্দোলনরত শিক্ষার্থীও সাধারণ জনতা।
মানববন্ধনে বক্তারা দাবি তুলেন গত ১৮ জুলাই ফেঞ্চুগঞ্জ ফেরীঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ সসমাবেশে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে সাধারণ ছাত্রদের গুরুতর আহত করে।
এই সন্ত্রাসীদের মদদদাতা, ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বিরকে প্রধান আসামি করে ছাত্রলীগের সন্ত্রাসীদের উপর মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- আব্দুল্লাল মামুন, কামরুল হাসান, রাফি, ইমরান নুর, মান্না শাহ আহমেদ শাহিন, সিয়াম, মুবাশ্বির নাহিদুল, হাছিব প্রমুখ।