স্টাফ রিপোটার ::গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিলেট মহানগর দায়রা জজ আদালত স্পেশাল ট্রাইব্যুনাল নং-১, সিলেট।
বিষয়: পলাতক আসামী হাজির ও মালামাল ক্রোকের বিজ্ঞপ্তি
যেহেতু নিম্নে তপশীলে উল্লেখিত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রহিয়াছে এবং সেহেতু ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ৮৭ ও ৮৮ ধারার বিধান মোতাবেক উক্ত আসামীর বিরুদ্ধে কার্যক্রম গ্রহন করা হইয়াছে।
অত্র ট্রাইব্যুনালের বিশ্বাস করিবার কারণ রহিয়াছে যে, অত্র ট্রাব্যুনালের বিচারার্থে উক্ত আসামী গ্রেফতার এড়াইবার জন্য পলাতক রহিয়াছে বা আত্মগোপনে রহিয়াছে এবং উক্ত আসামী শিঘ্রই গ্রেফতার সম্ভব হইবে না।
এখানে যেহেতু উক্ত কার্যবিধির ৩৩৯ ধারার বিধান অনুযায়ী উক্ত আসামীর নামের পার্শ্বে লিখিত মামলার বিবরনে বিচারের জন্য আদেশ বিজ্ঞপ্তি জারি হইবার ১০ দিনের মধ্যে বিজ্ঞ ট্রাইব্যুনালে হাজির হইয়া কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হইল। অন্যথায় আসামীর অনুপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করা হইবে এবং আসামীর মালামাল ক্রোক করার নির্দেশ করা হইল।
ক্রমিক নং০১
আসামীর নাম ও ঠিকানা, ছদরুল ইসলাম লোকমান, পিতা: রফিকুল ইসলাম, স্থায়ী ঠিকানা- গ্রাম: বাউর, থানা। ছাতক, জেলা। সুনামগঞ্জ, বর্তমান: চৌকিদেখি, খানা। এয়ারপেটি, জেলা: সিলেট।
মামলার বিবরণ, কোতোয়ালী-জি-আর-৬৭১/২০১৮ ইং থানার মামলা নং- ২১, তারিখঃ ১২/১২/২০১৮ স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং- ২৩
আদেশক্রমে, সেরোস্থাদার স্পেশাল ট্রাইবুনাল নং-১, সিলেট মহানখার দায়রা জজ আদালত।