1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
শাল্লায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা তাহিরপুর ভারতের কয়লা গুহায় কাজ করতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু তিলকে তাল করে সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ  ধর্মপাশায় অপরেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা তারেক গ্রেপ্তার ধর্মপাশায় বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে সচিব- আশেকুল হক সুনামগঞ্জে ধোপাজান নদীতে অবৈধভাবে চলছে বালু উত্তোলন সিলেটের মেট্রোপলিটন এলাকায় ডেভিল হান্টের অভিযানে ৯জন গ্রেফতার সিলেটে নারীর অশ্লীল ও বিকৃত ছবি তৈরীসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একজনকে আটক ধর্মপাশার খুনের মামলার ২ আসামি সিলেট থেকে গ্রেপ্তার সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ১৩৭ বস্তা ভারতীয় চিনিসহ একজন গ্রেফতার

নতুন কৌশলে সিলেট নিয়ে আসা হচ্ছিলো ভারতীয় চোরাই পণ্য

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

সিলেটে একটি বাস তল্লাশি করে চোরাই পথে আসা প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় মখমল কাপড় জব্দ করেছে পুলিশ। শুক্রবার  সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের শাহপরাণ থানার কল্লগ্রাম এলাকায় বাইপাস সড়কে নাবিদ পরিবহন নামের বাসটি (সিলেট—জ—১১—০৪৩৫) থেকে এসব পণ্য জব্দ করা হয়।

এসময় বাসচালক ও আরেকজনকে আটক করে শাহপরাণ থানাপুলিশ। তারা হলেন— সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের মৃত সরন আলীর ছেলে মো. সাজ্জাদুর রহমান (২৫) ও একই উপজেলার নিজপাট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে বাসচালক আব্দুল মান্নান (২৭)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ—কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান— শাহপরাণ থানাপুলিশ সকাল ৭টার দিকে কল্লগ্রাম সাকিনস্থ নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের সামনে বাইপাস সড়কে চেকপোস্ট বসায়। এসময় সুরমা গেইট হয়ে মুরাদপুরের দিকে আসা একটি মিনি বাসকে থামার জন্য সিগন্যাল দিলে বাসটি থামে। তখন মিনি বাসের ড্রাইভার ও তার সঙ্গে থাকা সাজ্জাদুর রহমান বাসের ভিতর থান কাপড় আছে বলে জানায়। তবে তাদের আচরণ ও কথাবার্তায় সন্দেহ হওয়ায় বাসটি তল্লালি করে বেশ কয়েকটি বস্তার ভিতরে ভারতীয় মখমল জাতীয় মোট ২ হাজার ৭৪৪ মিটার কাপড় জব্দ করে। যেগুলো চোরাই পথে ভারত থেকে নিয়ে আসা হয় এবং কৌশলে বাসে করে সিলেটে নিয়ে আসছিলেন চোরাকারবারিরা। এসব কাপড়ের দাম ১০ লাখ ৯৭ হাজার ৮৯৬ টাকা। এছাড়া চোরাই পণ্য বহনের কাজে ব্যবহৃত বাসটি জব্দ করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে বাসচালক জানায়, এসব ভারতীয় পাকড়ের মালিক আটক সাজ্জাদুর রহমান এবং পলাতক মানিক (২৬) ও স্বপন (২৮) নামের দুজন। পলাতক দুজনকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিকে, আটক দুজনের বিরুদ্ধে শাহপরাণ থানার এএসআই মো. সোহেল আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে তাদের আদালতের নির্দেশে জেলহাজাতে প্রেরণ করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন