ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ – ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ বনাম মধ্যনগর সদর ইউনিয়নের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার। এতে প্রতিযোগিতা অংশ গ্রহন করে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ বনাম মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ। এ সময় উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান, ধর্মপাশা সার্কেল অফিসার আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা থানার ওসি মোঃ মিজানুর রহমান, ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব তালুকদার টিটু, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য এম এম এ রেজা পহেল,উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদকে ৩ – ০ ( শূন্য) গোলে হারিয়ে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ জয় লাভ করে।