সুনামগঞ্জের ধর্মপাশায় ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির।
অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশানার ভূমি মোঃ অলিদুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ অফিসার উৎপল সরকার, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাল মাসুদ তুষার, উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, উপসহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা পল্লী ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, ফায়ার সার্ভিস, এনজিও পারি, শিক্ষকবৃন্দ, ইসলামিক ফাউণ্ডেশন, বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।