সুনামগঞ্জের ধর্মপাশায় “হাওরের কৃষি, বৈচিত্র্যময় কৃষি ” এই পতিপাদ্য বিষয়েকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপের মাঝে দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষক প্রশিক্ষণ হলরুমে এর আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর।
ধর্মপাশা উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি অফিসার কামরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিমল চন্দ্র সোম উপপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুনামগঞ্জ। তিনি বোরো ধানের ও তেল ফসলের উৎপাদন প্রযুক্তি ও সম্প্রসারণ বিষয়ে প্রশিক্ষনার্থীদের সাথে কথা বলেন। অন্যামদের মাঝে বক্তব্য দেন মো. শাহ আলম, কৃষি সম্প্রসারণ অফিসার ধর্মপাশা, আমন ধানের রোগ পোকামাকড় দমন বিষয়ে আলোচনা করেন।
উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন যে, আধুনিক প্রযুক্তি মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৬০ জন কৃষক- কৃষাণীদের ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি ও অনাবাদি পতিত জমিতে চাষাবাদ বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ বছর ধর্মপাশা উপজেলায় ৫২৭০হে. জমিতে আমন ধান চাষাবাদ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রকল্পের সহযোগিতায় নতুন নতুন প্রযুক্তির সম্প্রসারণ হয়েছে।