সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন এর বিরুদ্ধে সরকারি বিভিন্ন কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপজেলা সদরে তাঁর নানা অনিয়ম—দুর্নীতি নিয়ে তাহিরপুর ছাত্রজনতার ব্যানারে মানবন্ধন করা হয়েছে।
এতে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীনের সীমাহীন দুর্নীতিতে অতিষ্ট হয়ে উঠেছে তাহিরপুরবাসী। সম্প্রতি তিনি উপজেলার সরকারি ডরমেটরি, হলরুম, টেকেরঘাট রেস্ট হাউজ, রজনীগন্ধা ভবনসহ অন্তত কোটি টাকার কাজ কেনোপ্রকার দরপত্র আহ্বান না করে তা কথিত পিওনকে দিয়ে বাস্তবায়ন করেছেন।