নিউজ ডেস্ক :: গত এক সপ্তাহের টানা ভারি বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতোমধ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারের হাওরপাড়সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে।
উপজেলার সুরমা, চেলা, মরা চেলা, চিলাই, চলতি, কালিউরি, খাসিয়ামারা ও ধুমখালীসহ সকল নদী-নালার পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।
ফলে হাওড়, খাল-বিলে হু হু করে পানি বাড়ায় বিভিন্ন অঞ্চল ক্রমশ প্লাবিত হচ্ছে। পাহাড়ি ঢলের তোড়ে রসরাই-ক্যাপ্টেন হেলাল-খসরু উচ্চ বিদ্যালয় রাস্তাসহ বিভিন্ন নদী তীরবর্তী রাস্তার একাধিক স্থানে ভাঙন ও ফাঁটল সৃষ্টি হচ্ছে।
এদিকে নিম্নাঞ্চল ও হাওড়পাড়ের লোকজন বন্যার পদধ্বনিতে নির্ঘুম রাত কাটাচ্ছেন। কেননা গত বছরের স্মরণকালের ভয়াবহ সর্বগ্রাসী বন্যার দূর্দশার কথা আজও ভুলতে পারেননি তারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
সুনামগঞ্জের পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানান, ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ অব্যাহত বৃষ্টিপাতের ফলে অচিরেই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা বন্যাপ্লাবিত হওয়ার আশংকা বিদ্যমান।