জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও করোনা মহামারী, বন্যা সহ অন্যান্য যে কোন দুর্যোগে সিলেট জেলা পুলিশ সর্বদা মানবিক কারনে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। এবারও সিলেটে ভয়াল বন্যার কবল থেকে বন্যার্তদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রের নিরাপত্তার নিশ্চিত, খাবার বিতরণসহ সিলেট জেলা পুলিশের নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার দিনব্যাপী জৈন্তাপুর মডেল থানার ব্যবস্থাপনায় ৪নং দরবস্ত ইউনিয়ন ও ৬নং চিকনাগুল ইউনিয়ন এর ৬টি আশ্রয়কেন্দ্রে ৪৬০ জন বন্যার্থ অসহায় মানুষের মাঝে জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার মিডিয়া অফিসার ও এসআই পার্থ রঞ্জন চক্রবতীর্।