হাওরাঞ্চলের কথা :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কয়েকটি স্থানে কুকুরের কামড়ে ৬ জন ব্যক্তি আহত হয়েছেন।
গত (১৬ ফেব্রুয়ারি) পৌরএলাকার ইসহাকপুর, ভবানীপুর, উপজেলার পাটলী ও হাড়গ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুরের শুকুর আলী (৪০), ভবানীপুরের তারেক মিয়া (৭) পাটলী গ্রামের সুহেল মিয়া (৪৪) ও হাড়গাঁও গ্রামের দেলোয়ার মিয়া (৩৬)। অপর দুই আহতের নাম জানা যায়নি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মুগ্ধ তালুকদার জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত ৬ জনকে আমরা চিকিৎসা প্রদান করেছি।
এদিকে, জগন্নাথপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে কুকুর আতঙ্ক দেখা দিয়েছে। এসব বেওয়ারিশ কুকুর নিধনে সংশ্লিষ্টদের কোন কার্যকরী পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে।