সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষক আব্দুস সামাদের পদত্যাগের দাবি জানিয়েছেন বিক্ষুব্দ ছাত্রজনতা।
সাধারণ শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণের পৃথক ব্যানারে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এই দাবি জানানো হয়। এসব কর্মসূচিতে দিনভর উত্তাল হয়ে উঠে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস ও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন। ২৭ আগস্ট মঙ্গলবার রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ছদরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুনীর্তি, স্বেচ্ছাচারিতা সহ দুনীর্তিবাজদের মদদপুষ্টতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ও স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষক রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অর্থ আত্মসাতকারী দুনীর্তিবাজ প্রধান শিক্ষক আব্দুস সামাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ক্ষুব্দ ছাত্রজনতার পক্ষে বক্তব্য রাখেন, জাহিদ, জয়নাল, সুলেমান, রাজা, আব্দুর রহিম, আরিফুল, সাফোয়ান, রাহাত ও মোফাচ্ছির প্রমূখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জগন্নাথপুরের দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তার আশ্বাসে আশ্বস্থ হয়ে ছাত্রজনতা নিভৃত হন।