সুনামগঞ্জের শাল্লায় ছাত্রলীগকে নিষিদ্ধ করার ঘোষণায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা আনন্দ উল্লাস করে মিছিল করেন।
বৃহস্পতিবার দুপুরে আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরাতন শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।
শাল্লা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরামুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন ও সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন, ছাত্রদল নেতা হৃদয় আহমেদ, নবীন দলের আহ্বায়ক শাকিল আহমেদ প্রমুখ। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব।
এসময় বক্তারা বলেন, শুধু ছাত্রলীগই নিষিদ্ধ নয় আওয়ামীলীগকেও নিষিদ্ধ করতে হবে। গনহত্যাকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী সংগঠন আওয়ামীলীগ এই দেশে রাজনীতি করার কোন অধিকার নেই। তাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে। বিদেশে পলায়ন কৃতদের দেশে এনে এবং তাদের দোসরদের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য সরকারের নিকট আবেদন জানান।