হাওরাঞ্চলের কথা :: জমজমাট আয়োজনে শুরু হলো ইংরেজি ভার্সন ন্যাশনাল কারিকুলাম ক্যাপ্টেন একাডেমি (ডি ব্লক মেইনরোড শাহজালাল উপশহর) স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩। সোমবার (২৩ জানুয়ারি) প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ আবিদ উদ্দিন।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মুহিবুল হোসেন চৌধুরী, সিনিয়র শিক্ষক সাকেরা রহমান, সিনিয়র শিক্ষক আশরাফুল ইসলাম অনি, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস ও প্রেমিলা দেবী।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মধ্যে ছিল, কক ফাইট, বিস্কুট রেইস, ব্যালেন্স রেইস, মেমোরি টেস্ট, বল পিকিং, বল থ্রোয়িং, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের জন্য মিউজিকাল চেয়ার ও পিলো পাসিং প্রভৃতি। বিজ্ঞপ্তি