1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. stvsunamgonj@gmail.com : Admin. :
রবিবার, ২৭ নভেম্বর ২০২২, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু কবি আবদুন নূর’র ২য় কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন আন্তর্জাতিক সেবা দিতে ডুবাইতেও যাত্রা করলো এস. আল-মদিনা এয়ার ইন্টারন্যাশনাল সিলেটের কিন ব্রিজের পাশে আরেকটি সেতু নির্মাণ করা হবে-সিলেটে পররাষ্ট্র মন্ত্রী আইডিইবি সিলেট জেলা শাখার কমিটি গঠন মসরুর সভাপতি, রফিক সাধারণ সম্পাদক হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির ৮ম বর্ষপূর্তি ও সংবর্ধনা সিলেট গোলাপগঞ্জে ছাত্রলীগের সিভি সংগ্রহ, উচ্ছসিত নেতাকর্মীরা সিলেট কুমারগাঁও-বিমানবন্দর সড়কে ফোর লেন কাজের উদ্বোধন করলেন-পররাষ্ট্রমন্ত্রী আজ বিটিবিতে গান গাইবেন সংগীত শিল্পী আফতাব জুড়ীতে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন

ফোন নাম্বার, মেসেজ, অ্যাপস এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিভাবে নিতে হয়।

Reporter Name
  • আপডেট করা হয়েছে শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮
  • ১০৩৯ বার পড়া হয়েছে

আসজা করি সবাই ভালো আছেন। এই ট্রিক টি আশা করি সবার কাজে লাগবে।  How to backup contacts, sms, call log and apps.

কিভাবে এক ফোন থেকে আরেক ফোনে অথবা আপনার পুরাতন মোবাইল থেকে নতুন মোবাইলে পুরায়ন মোবাইলের সব কন্টাক্ট নাম্বার, এস এম এস, এমনকি ডায়াল এবং ইনকামিং নাম্বারের কল লগ ট্রান্সফার করতে হয় সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো। তাছাড়া পুরাতন মোবাইলের অ্যাপ এবং গেমস ও ব্যাক আপ করে নতুন মোবাইলে নিয়ে নিতে পারবেন।

এটা কয়েকভাবে করা যায়।

১/ অ্যাপ ছাড়া। অর্থাৎ ফোনের অপশন থেকে মেনুয়ালি করা। (অ্যাপ ছাড়া করতে চাইলে ইউটিউব থেকে এই ভিডিওটি দেখুন। লিংক)

২/ অ্যাপ ব্যবহার করে।

আমি এখন ২য় পদ্বতি টি আপনাদের দেখাবো।

প্রথমে প্লে স্টোর থেকে নিচে দেখানো অ্যাপটি ইনস্টল করে নিন।

অ্যাপটি ওপেন করার পর অনেকগুলো অপশন দেখা যাবে।

আপনার পছন্দমতো অর্থাৎ যেগুলো আপনি ট্রান্সফার করতে চান সেগুলোতে ক্লিক করুন..

অর্থাৎ আপনি যদি এস এম এস গুলো সব অন্য ফোনে নিতে চান, তাহলে SMS এ ক্লিক করতে হবে

তারপর ব্যাকআপ অপশনে ক্লিক করে ব্যাক আপ করে নিন

ব্যাকআপ করার পর আপনার ফোন মেমোরিতে একটি ফাইল সেভ হবে যেটা ব্যাকআপ এ ক্লিক করার পর দেখতে পাবেন।

এবার সেটা ব্লুটুথ বা শেয়ার করে নতুন ফোনে নিতে হবে এবং নতুন ফোনেও একই অ্যাপ ডাউনলোড কর‍্যে হবে।

তারপর যেটা আনতে চান সেখানে ক্লিক করলে নিচের চিত্রের মতো Restore লেখা দেখা যাবে।

এখানে ক্লিক করলে রিসিভ করা ফাইলটি আসবে সেটা সিলেক্ট করলেই সবকিছু অটোমেটিক চলে আসবে।

 

বিস্তারিত জানতে  নিচের ভিডিওটি দেখুন…

ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন