স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলায় জলবায়ু সংকটে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির পূনর্বাসন প্রকল্পের অধীনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সিডার অর্থায়নে বেসরকারী সংস্থা উত্তরণ ও এনআরসি’র সার্বিক সহযোগিতায় হত দরিদ্রদের মাঝে স্যানেটারী ল্যাট্রিন স্থাপনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় পাগলা বাজার এলাকায় উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউপি সদস্য রুজেল আহমদের সভাপতিত্বে ও উত্তরণের টেকনিক্যাল অফিসার রাসেল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনআরসি’র ইর্মাজেন্সী রেসপন্স কো-অর্ডিনেটর গোলাম মেহেদী, উত্তরনের প্রকল্প সমন্বয়কারী রিয়াজুল ইসলাম, ফাইনান্স এন্ড এডমিন অফিসার তরিকুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার আজিজ শিকদার ও ইউপি সদস্য বাছির আহমদ প্রমুখ। এ সময় হতদরিদ্র ৩৭টি পরিবারের মাঝে স্যানেটারী ল্যাট্রিন স্থাপনের লক্ষ্যে প্রত্যেক পরিবারকে নগদ ১৪ হাজার টাকা করে বিতরণ করা হয়। উল্লেখ্য উত্তরণ ও এনআরসি শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ৪ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্রদের মাঝে গভীর নলকুপ ও স্যানেটারী সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে। এছাড়াও এসব ইউনিয়নের ৪০০ জন লোকের ২০ দিনের কাজের সুযোগ করে দেয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্থ ১৮ টি রাস্তা পুন:নির্মাণ করে দেয়া হয়েছে। ক্রমান্বয়ে ১৫০ জন উপকারভোগী হতদরিদ্রদের মাঝে স্যানেটারি ল্যাট্রিন নির্মানের জন্য প্রতি পরিবার প্রতি ১৪ হাজার টাকা করে প্রদান করা হবে। দুই উপজলোর ৪ ইউনিয়নে ৫০ টি গভীর নলকূপ প্রদান করা হবে। যাতে বন্যার সময় মানুষ সু-পেয় পানির অভাবে না ভোগে। বন্যার হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য একটি আশ্রয়ন প্রকল্প নির্মাণ করা হবে।