1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
হাওরবাসীর স্বপ্ন পুরণে চলছে দুর্বারগতিতে নির্মানের কাজ: বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সুনামগঞ্জ দিরাইয়ে আওয়ামীলীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্টিত গোয়াইনঘাট ছাত্র ঐক্য পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন সম্পন্ন জকিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নার হাতে মামা খুন সিলেটের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. শাহ মো: মোসাহিদ আলীকে সংবর্ধনা সিলেট কোম্পানীগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় আবারও ঝড়ল তাজা দুটি প্রাণ সিলেটস্থ তাহিরপুর নাগরিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে নকল সোনা বিক্রেতা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে টিআই হানিফ তাহিরপুর সাহিদাবাদ বডার্রহাটে খাদ্যদ্রব্য দেশীয় পণ্য বিক্রির উদ্দেশ্যে নেয়ার পথে ৫২ বস্তা মটরসুটি জব্দ করেছে বিজিবি পাঠানটুলা সুপার সিটি ওয়াস সেনটারে উদ্বোধন

৯০ পর্যবেক্ষক থাকছে সিলেটসহ পাঁচ সিটি ভোট পর্যবেক্ষণে

Reporter Name
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে ৯০ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ মে) নির্বাচন কমিশনের সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তিনটি স্থানীয় সংস্থার ৯০ জন পর্যবেক্ষককে ভোট পর্যবেক্ষণের অনুমোদন দেওয়া হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন অনুমোদিত পর্যবেক্ষক সংস্থাকে সংশ্লিষ্ট রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহ করতে হবে।

 

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ওই নির্দেশনায় বলা হয়েছে, রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক স্থানীয় পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ অনুযায়ী যাচাই বাছাই করে অনুমোদিত পর্যবেক্ষক সংস্থাকে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সরবরাহ করতে হবে।

 

নির্বাচন কমিশন হতে অনুমোদিত পর্যবেক্ষক সংস্থার প্রত্যেক পর্যবেক্ষক ইও-২ ফরম, ইও-৩ ফরম, এসএসসি সনদের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা ১ কপি পাসপোর্ট ও ১ কপি স্ট্যাম্প সাইজ রঙিন ছবিসহ একটি আবেদন রিটার্নিং/সহকারী রিটার্নিং অফিসারের নিকট জমা দেবেন।

 

রিটার্নিং / সহকারী রিটার্নিং অফিসার এসব তথ্যাদি নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ অনুযায়ী যাচাই বাছাই করে সংস্থাভিত্তিক কমিশন থেকে অনুমোদিত বৈধ পর্যবেক্ষকদের তালিকা প্রস্তুত করবেন এবং তাদের নির্বাচন কমিশনের নির্ধারিত পরিচয়পত্র দেবেন।

 

কোনো পর্যবেক্ষক যদি কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কিংবা স্থানীয় কমিটির পদাধিকারী হন কিংবা স্থানীয় নির্বাচনি এজেন্ট/প্রচারণা কমিটি/পোলিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তাহলে তাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করে কোনো কার্ড ইস্যু করা যাবে না।

 

পর্যবেক্ষকগণ অনধিক পাঁচজন একত্রে ভ্রাম্যমাণ পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এজন্য তাদের নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা গাড়ির স্টিকার সরবরাহ করতে হবে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষক লেখা স্টিকারযুক্ত গাড়িতে অনুমোদিত পর্যবেক্ষক ছাড়া অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না।

 

নির্ধারিত পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যু করে তা রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে এবং তা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে।

 

প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার অন্যান্য নির্বাচনি মালামাল সংগ্রহের সময় নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা হতে সংগ্রহ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন