1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
শাল্লায় আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা তাহিরপুর ভারতের কয়লা গুহায় কাজ করতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু তিলকে তাল করে সংবাদ পরিবেশনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ  ধর্মপাশায় অপরেশন ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা তারেক গ্রেপ্তার ধর্মপাশায় বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে সচিব- আশেকুল হক সুনামগঞ্জে ধোপাজান নদীতে অবৈধভাবে চলছে বালু উত্তোলন সিলেটের মেট্রোপলিটন এলাকায় ডেভিল হান্টের অভিযানে ৯জন গ্রেফতার সিলেটে নারীর অশ্লীল ও বিকৃত ছবি তৈরীসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একজনকে আটক ধর্মপাশার খুনের মামলার ২ আসামি সিলেট থেকে গ্রেপ্তার সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে ১৩৭ বস্তা ভারতীয় চিনিসহ একজন গ্রেফতার

৪৩ পরিবহণ শ্রমিক পরিবারের মধ্যে সাড়ে ৮লক্ষ টাকা বিতরণ

Reporter Name
  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

হাওরাঞ্চলের কথা :: সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশের যেকোন দুর্যোগ মুহুর্তে মানবসেবায় পরিবহণ শ্রমিকরা ঝাঁপিয়ে পড়েন। তারা জীবন বাজি রেখে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করেই চলেছেন। তিনি বলেন, করোনা চলাকালীন সময় পরিবহণ শ্রমিকরা যে সকল ভয়ভীতির উর্ধ্বে উঠে যে দৃষ্টান্ত করেছেন, জাতী তা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি আরো বলেন, সিলেট জেলা পুলিশ পরিবহণ মালিক-শ্রমিকদের সহযোগীতা নিয়ে কাজ করছে। তাই সকল পরিস্থিতিতে সকল ধরনের সহযোগীতার জন্য পরিবহণ মালিক-শ্রমিকদেরকে পাশে চায় সিলেট জেলা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুরে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ৪৩ শ্রমিক পরিবারের মধ্যে মৃত্যকালীন অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দিলু মিয়ার সভাপতিত্ত্বে ও সংগঠনের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল এবং নির্বাহী সদস্য মোঃ আলী আহমদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান মালিক সমতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লুহিত, জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান মালিক সমতির যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মোঃ শরীফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ হুলহাস হোসন বাদল, প্রচার সম্পাদক সামাদ রহমান, দফতর সম্পাদক মোঃ বিলাল আহমদ, নির্বাহী সদস্য আব্দুল মতিন ভিআইপি, মোঃ সফিক মিয়া, আব্দুল জলিল, প্রমূখ।
মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্টানে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী ৪৩ শ্রমিক পরিবারের মধ্যে প্রায় সাড়ে ৮লক্ষ টাকা নগদ বিতরণ করা হয়। উল্লেখ্য, বিগত দিনে প্রতি শ্রমিক পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হলেও এবার নতুন সভাপতি প্রতিশ্রুতি অনুযায়ী মোঃ দিলু মিয়ার পরিষদ প্রতি পরিবারকে ৪০ হাজার টাকা প্রদান করেন। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন