হাওরাঞ্চলের কথা :: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং টুকের বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সুনীল মোদির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত (১০ ফেব্রুয়ারী) বিকেলে নিজ এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তব্য রাখেন মো. শফিক আহমেদ, মো. আলকাছ মিয়া, সাজু গাজী, নিশি রায়, মতি উড়াং, তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন্য মোদি, রাখাল রাজগর, মহিলা কমিটির সভাপতি মমতা রায়, রঞ্জন মোদি। আরো উপস্থিত ছিলেন শলু মিয়া, মিন্টু সবর, শরৎ ভূমিজ, রামচরণ ভূমিজ জগদীশ তাঁতি খোকন উড়াং হরি মোদি, নরেণ নায়েক, রঘু রায়, কাজল মোদি, সঞ্জয় মোদি, নয়ন মোদি, উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহস্রাধিক লোক সমবেত হয়। সুনীল ৬নং টুকের বাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গণসংযোগ অব্যাহত রেখেছেন। ওয়ার্ডের সাধারণ ভোটারদের সাথে কথা বললে জানা যায়, মেম্বার পদপ্রার্থী সুনীল মোদি একজন সৎ ব্যক্তি। সাধারণ মানুষের যে কোন বিপদে তিনি এগিয়ে আসেন এবং সহযোগিতা করে থাকেন। আমাদের ওয়ার্ডে তার কোন বিকল্প নাই। আমরা তাকে মেম্বার নির্বাচিত করবো। মেম্বার পদপ্রার্থী সুনীল বলেন, আমি বিগত দিনে এলাকাবাসীর সেবা করে এসেছি। এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসায় নির্বাচনে অংশগ্রহণ করবো। তিনি জানান, জনগণের ভোটের মাধ্যমে মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন ও এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাবো।