হাওরাঞ্চলের কথা :: আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্র্বাচনে ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো: রিয়াজ মিয়ার টিফিন ক্যারিয়ার মার্কার সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গত (৬ জুন) সকাল থেকে বিকালে পয়ন্ত নগরীর ৩৭নং ওয়ার্ডের দুসকী মোহাম্মদীয়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়। এরং রাতে দুসকী ও মোহাম্মদীয়া এলাকাবাসী উদ্যাগে নির্বচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
গণসংযোগকালে কাউন্সিলর প্রার্থী রিয়াজ মিয়া বলেন, ওয়ার্ডবাসীর ভালোবাসা, সমর্থন, দোয়া ও আশির্বাদ নিয়ে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার স্বপ্ন ৩৭নং ওয়ার্ডকে একটি নান্দনিক ওয়ার্ড হিসাবে গড়ে তোলা। যেখানে থাকবেনা হিংসা, বিদ্বেষ ও হানাহানি একটি শান্তিপূর্ণ এবং আধুনিক করে ওয়ার্ডকে সাজাতে চাই। তিনি ৩৭নং ওয়ার্ডবাসীর কাছে টিফিন ক্যারিয়ার মার্কায় ভোট প্রার্থনা করে সমস্ত ওয়ার্ডকে একটি পরিবারে পরিণত করতে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
এদিকে রাতে মতবিনিময় সভায় রিয়াজ মিয়া অভিযোগ করে বলেন, ৩৭ নং ওয়ার্ড বাসি যদি আমাকে ২১ জুন নির্বাচনে বিজয় করুন তাহলে আমি এলাকা থেকে সন্ত্রাস মাদক কিশোর গেং এবং চাঁদাবাজি নির্মূল করতে ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে প্রতিহিক করবো। আমার প্রিয় ওয়ার্ডবাসী আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ টাকার কাছে আপনাদের ঈমান বিক্রয় করবেন না, আজ যারা টাকা বিতরণ করছে তারা আগেই কোথায় ছিল এলাকায় যখন করোনা ভাইরাস এবং বন্যায় কবলিত হয়েছে তখন এরা কোথায় ছিল আপনাদের কাছে আমার বিচার-আমি আপনাদের হাতে তোলে দিলাম।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বীগণ, যুবক , ছাত্র সমাজ ও কর্মী ও সমর্থকসহ বিভিন্ন পাড়া-মহল্লার নেতৃবৃন্দরা। বিজ্ঞপ্তি