নিউজ ডেস্ক :: গত ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎহীন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। এছাড়াও ঈদের পূর্ব থেকে গত এক মাস লোডশেডিংয়ে বিপর্যয়স্থ ছিল এ উপজেলা। এছাড়াও প্রতিদিনই ২৪ ঘন্টার মধ্যে ১৯ ঘণ্টাই লোডশেডিং হচ্ছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সরকারী বেসরকারি প্রতিষ্ঠান,হাসপাতালসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
কোরবানি ঈদের দিনগত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ৯ টা পর্যন্ত বিদ্যুৎ আসেনি বলে জানান তাহিরপুর উপজেলার বাসিন্দাগন।
খোঁজ নিয়ে জানা যায়, গত একমাস ধরে জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দেওয়ার পর বিদ্যুৎহীন হয়ে পড়ে সারাদেশে। পল্লী বিদ্যুতে ঘাটতি বেশি থাকায় শহরের চাইতে গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে বেশি। কিন্তু তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ একবারেই নিচে নেমে এসেছে। উপজেলায় গত ২৪ ঘন্টার মধ্যে ১৯ঘণ্টা লোডশেডিং হচ্ছে।
তাহিরপুর উপজেলা সদরের অপূর্ব ষ্টোরের প্রোপাইটার ব্যবসায়ী সাদেক আলীসহ অনেকেই জানান,উপজেলায় লোডশেডিংয়ে চরম দুর্ভোগের মধ্যে আছি যেমন দিনে তেমনি রাতের বেলায়। লোডশেডিং প্রায় দ্বিগুণ বেড়েছে। ২৪ ঘন্টার মধ্যে ১৯-২০ ঘন্টাই বিদ্যুৎ থাকে না।
বাদাঘাট বাজারে ওয়েল্ডিং মেশিনের কারীগর আফজাল হোসেন জানান,বিদ্যুৎ না থাকার কোনো ধরনের কাজ করতে পারছি না। সারা দিনেই বসে থাকতে হয়। ঈদের দিনগত রাত থেকে বিদ্যুৎ নিলেও আজ শুক্রবার সারাদিন পার হয়ে রাত ৯টা বাজলেও বিদ্যুৎতের দেখা নাই।
তবে পল্লী বিদ্যুৎ তাহিরপুর উপজেলার দায়িত্বে থাকা অফিসার ইকরাম হোসেন জনি জানান,বিশ্বম্ভরপুর উপজেলার ললিয়ারপুর এলাকায় ৩৩কেভি লাইনে সমস্যা থাকায় সমস্যা হচ্ছে। কাজ করছে আমাদের লোকজন। মেরামত করা হলেই বিদ্যুৎ চালুকরা হবে।সূত্র-sylhettoday24.news