হাওরাঞ্চলের কথা :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সাহেদুর রহমানের সমর্থনে সোনারপাড়া এলাকার যুব সমাজের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা সামাজিক সংগঠন প্লাস সার্ভিসের সাংগঠনিক সম্পাদক ইফজালুর রহমানের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
প্লাস সার্ভিসের সাংগঠনিক সম্পাদক ইফজালুর রহমানের পরিচালনায় ও শওকত বকতের সভাপতিত্বে সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাহবুবুর রহমান৷
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেখ সামাদ আহমেদ, লাকী আহমেদ, এম মামুন আহমেদ, রাতুল হোসেন, আব্দুল মালিক, প্লাস সার্ভিসের সভাপতি আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক শাহীন আহমেদ, বদরুজ্জামান মাছুম, সুফিয়ান আহমেদ, সেবুল আহমদ, আসাদ উদ্দিন, জাহেদ আহমেদ, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন, জাবেদ আহমেদ, ইমরান আহমেদ, প্লাস সার্ভিসের সাধারণ সম্পাদক ইসমাইল মাহমুদ ইমন, শাহজাহান আহমেদ, এম আরিফ, ফরিদ উদ্দিন, সুমেদ আহমেদ, গোলাম কিবরিয়া, নূর আলম,আসাদ রুমন, কামেল রহমান, এজাজ আহমেদ বাবলু, মাজেদুর রহমান, শরিফুল আলম, বখতিয়ার বকত মক্তার, শরীফ হোসেন, সুমন, আজিম উদ্দিন, আরিফ আহমেদ, জয়নাল আহমেদ, ফাহাদ, লিটু, নাসিফ, সায়হাম, মিনহাজ, নেহাল, নাঈম, নোমান, ইসমাইল, মাহবুব, আব্দুল্লাহ, ইফাজ, সিয়াম, নাসিম প্রমুখ।
মতবিনিময় সভায়, বক্তারা সাহেদুর রহনানকে পূর্ণ সমর্থন রেখে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় নির্বাচনী প্রচরাণা নিয়ে বিভিন্ন আলোচনা হয়।