হাওরাঞ্চলের কথা :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের শেষ পর্যায়ে প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট নগর। সোমবার (১৯ জুন) মধ্যরাতে আনুষ্ঠানিক ভাবে শেষ হবে নির্বাচনী প্রচারণা। এর মধ্যে শেষদিকে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
এদিকে গত তিন-চার দিন ধরে প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রচারপত্র বিলি, মাইকিং, পথসভা করে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সিসিকের ২০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ‘রেডিও’ প্রতীকের প্রার্থী মিঠু তালুকদার। ‘রেডিও’ মার্কার সমর্থনের শেষ নির্বাচনী প্রচারণায় সরগরম প্রতিটা পাড়া-মহল্লা। বের করেছে আলাদা আলাদা প্রচার মিছিল। স্লোগানে স্লোগানে মুখরিত ওয়ার্ড।
এদিকে প্রচারণার শেষদিনে কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার বলেন, বর্তমানে ২০নং ওয়ার্ড অনেকটাই অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। কারন যা উন্নয়ন হয়েছে তা সঠিক প্ল্যানের অভাবে তরান্বিত হচ্ছে না। আপনারা আমাকে নির্বাচিত করলে ২০নং ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহ, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা করা, ধর্মীয় প্রতিষ্ঠান ভিত্তিক সামাজিক কার্যক্রম জোরদার করা, খেলার মাঠ ও শিশুপার্ক নির্মাণ, শিক্ষা উন্নয়ন কর্মসূচী, পরিকল্পিত ও প্রশস্ত রাস্তা নির্মাণ, ওয়ার্ডকে বৈদ্যুতিক বাতির আওতায় আনা, নাগরিকদের সমঅধিকার নিশ্চিতকরণ, নাগরিকদের সকল সরকারি সেবা সহজকরণ, সম্প্রতি , সহনশীলতা ও মানবিক বিকাশে উচ্চতর নাগরিক ফোরাম গঠন ও ওয়ার্ড উন্নয়নে সার্বিকভাবে কাজ করে যাব। বিনিময়ে আপনারা আমাকে আপনাদের মহা মূল্যবান ভোট (রেডিও মার্কায়) দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আপনারা আমার পাশে থাকলে এবার এই ওয়ার্ডে পরিবর্তন আসবেই এবং আমার জয় সুনিশ্চিত। বিজ্ঞপ্তি