হাওরাঞ্চলের কথা :: সিলেট সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডের মুরব্বীয়ানদের সাথে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকে মেয়র পদে মনোনীয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২১ মার্চ) মঙ্গলবার বিকাল ৫টায় ১৮নং ওয়ার্ড এলাকায় ১৮নং ওয়ার্ডের তৃণমূল আওয়ামীলীগ পরিবারের নেতৃবৃন্দের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় রফিকুল হোসেনের সভাপতিত্বে ও ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহবুব খাঁন মাসুমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শ্যাম পুরকায়স্থ, ডা: পিসি দেব, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদকক আবু ওবায়দা রাসেল, প্রচার সম্পাদক আশফাক হোসেন রুহেল, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক দিপংকর চক্রবর্তী দূর্গা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রব চৌধুরী, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুর রকিব রকি, অর্থ সম্পাদক মুরাদ আহমদ, সদস্য শাহ আলম, হরিলাল দাশ, বীর মুক্তিযোদ্ধা কাশেম আলী। উপস্থিত ছিলেন-সুদীপ পুরকায়স্থ, গোপিকা শ্যাম পুরকায়স্থ, শ্যামল চন্দ্র দে, ডা: পরেশ চন্দ্র নাথ, মো: জুনেদ আহমদ চৌধুরী, মো: রফিকুল হোসেন, মো: আতিকুর রহমান সুহেদ, দীপংকর চক্রবর্তী, মো: ফরিদ হোসেন, মঞ্জু গোপাল রায়, মো: ইব্রাহিম আলী, মো: আশিক মিয়া, মো: জসিম মিয়া, নাঈম আহমেদ, মুন্না আহমদ, মো: শাহ আলম, আব্দুর রহিম, রফিকুল ইসলাম, মো: রিফাত প্রমুখ। বিজ্ঞপ্তি