হাওরাঞ্চলের কথা :: আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ফয়জুল হাসান এর সমর্থনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ মে) রাতে নগরীর নয়াসড়ক কিশোর মোহন স্কুলের গলীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্থরের জনগণের সাথে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় কাউন্সিলর প্রার্থী ফয়জুল হাসান বলেন, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে আমি এ নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছি। যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, কথা দেব না কাজে প্রামাণ করবো। প্রাথমিকভাবে আমি ওয়ার্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন স্মার্ট ওয়ার্ড, প্রতিটি মহল্লায় নিরাপত্তা গেইট ও সিসি ক্যামেরা স্থাপন, প্রতি মাসে অভিযোগ বা সমস্যা নিয়ে মতবিনিময় করা, যাবতীয় অনলাইন আবেদন সহ কাউন্সিলর কার্যালয় থেকে সহায়তা করতে ব্যবস্থা করা হবে।
এসময় এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি