ষ্টাফ রিপোর্টারঃ ঢাকায় দক্ষিন এশিয়া লিভার কনফারেন্সের শুভ সূচনা গতকাল (০১ সেপ্টেম্বর) শুক্রবার ঢাকা সেনানিবাসে বিএএফ বেস বাশারে হোটেল এ্যাম্পাইরিয়ানে দক্ষিন এশিয়ার লিভার বিশেষজ্ঞদের প্রতিনিধিত্বশীল পেশাজীবি সংগঠন সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভার (সাসেল)-এর নবম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হয়েছে।
উল্লেখ্য বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, শ্রীলংকা, মায়ানমার ও আফগানিস্থানের লিভার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত সাসেলের যাত্রা শুরুটাও হয়েছিল ঢাকাতেই ২০১৩ সালে। তারপর দীর্ঘ দশ বছর বিরতিতে সাসেল আবার ঢাকায় ফিরে এসেছে। সম্মেলনের সাইন্টিফিক সেশনগুলো ২-৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালের দৃষ্টিনন্দন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
সম্মেলনটি উপলক্ষে বানী প্রদান করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোঃ সাহাবুদ্দিন এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামন্য রাষ্ট্রপতি তার বাণীতে আশাবাদ ব্যক্ত করেন যে আমাদের এই অঞ্চলে লিভার চিকিৎসা ও গবেষনার প্রসারে এই সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাননীয় প্রধানমন্ত্রী তার বানীতে বিগত সময় দেশের স্বাস্থ্যখাতের বিকাশে তার সরকারের গৃহীত কর্মসূচীগুলো তুলে ধরেন। পাশাপাশি তিনি ন্যাসভ্যাক আবিস্কারসহ চিকিৎসা বিজ্ঞানের গবেষনা এবং দেশে লিভারের আধুনিক চিকিৎসার প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশের লিভার বিশেষজ্ঞদের প্রশংসা করেন। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দুজনই ঢাকায় অনুষ্ঠানরত সাউথ এশিয়ান এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব দ্যা লিভারের বার্ষিক সম্মেলনটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
সাসেল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আসন অলংকৃত করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জনাব আতিকুল ইসলাম প্রত্যাশা ব্যক্ত করেন যে দক্ষিন এশিয়ার করেনা লিভার বিশেষজ্ঞদের সাথে লিভার চিকিৎসায় সর্বশেষ অগ্রগতি নিয়ে মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের লিভার বিশেষজ্ঞরা নিজেদের আরো শানিত করার সুযোগ পাবেন। তিনি ঢাকায় অতিথিদের স্বাগত জানিয়ে ঢাকায় অবস্থানকালে তাদের সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।