তাহিরপুর প্রতিনিধি: তাহিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে দেশের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন তাহিরপুর থানার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাগণ।
শনিবার বিকেলে তাহিরপুর থানার গোল ঘরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো: নাসিম উদ্দিন, ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন, ওসি তদন্ত কাওছার আলম, তাহিরপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আহবায়ক মিলন তালুকদার, যুগ্ম আহবায়ক সুষেন বর্মন, কবিন্দ্র চন্দ্র, কাজল তালুকদার, নীহার রঞ্জন তালুকদার প্রমুখ। সভায় তাহিরপুর উপজেলার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।