নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে ধানকাটার সময় বজ্রপাতে এক এক ব্যাক্তি নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম সৌরভ দাস (২০)। সে বানিয়াচং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর গ্রামের ধনঞ্জয় দাসের ছেলে। বুধবার (৩ মে) বিকেল ৩ টায় বজ্রপাতের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সৌরভ দাস একজন কৃষি শ্রমিক। ঘটনার সময় সে অন্যান্য শ্রমিকদের সাথে গ্রামের পাশেই আমড়াতলীর হাওরে দিন মুজুরীতে ধান কাটতেছিল।
বিকেল ৩ টার সময় হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়।
এ সময় আকস্মিকভাবে বজ্রাঘাতে ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হলে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ দাসকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। নিহতের পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে।