নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল রাবিয়া বেগম (৪০) নামে এক মায়ের। সোমবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রাবিয়া বেগম উপজেলার চানপুর গ্রামের মফিল মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব।
তিনি জানান, রোববার সকালে রাবিয়া বেগমের ছেলে রিপন মিয়া ও শিপন মিয়ার মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়া বাঁধে। এসময় মা রাবিয়া বেগম এগিয়ে যান তাদের ঝগড়া থামাতে। এক পর্যায়ে রিপনের হাতে থাকা পাথরের আঘাতে আহত হন মা রাবিয়া বেগম।
পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে নিহত রাবিয়া বেগমের ছেলেরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বানিয়াচং থানার (ওসি) বলেন, তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।