হাওরাঞ্চলের কথা :: সিলেটের তৃণমূল পর্যায়ের মানুষদের নিয়ে কাজ করা সিলেট বিভাগের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন সেভ সিলেট নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী।
গত (২২ মার্চ) রাতে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভায় অংশগ্রহণ করেন সেভ সিলেটের সিলেট মহানগর শাখার ৪২টি ওয়ার্ডের কো-অর্ডিনেটরসহ অন্যান্য দায়িত্বশীলরা।
মতবিনিময়কালে সেভ সিলেট নেতৃবৃন্দ সিলেটের তৃণমূল পর্যায়ের মানুষের কল্যাণে ১০টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন, যা বাস্তবায়ন করলে সিলেট বিভাগের অসহায় মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি অসহায় মানুষের জীবন মান আরও কয়েক ধাপ উন্নত হবে।
আনোয়ারুজ্জামান চৌধুরী গভীর মনোযোগ সহকারে তাদের বক্তব্য ও প্রস্তাবনাগুলো শুনেছেন এবং তিনি সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলে সবগুলো প্রস্তাবনাই বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। বিজ্ঞপ্তি