স্টাফ রিপোর্টার: সুরমা ও জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সুনামগঞ্জ-৪ আসনে নৌকার মনোনিত প্রার্থী ড সাদিকের সমর্থনে বিশাল রেলী ও জনসভা অনুষ্টিত হয়েছে। সোমবার দুপুরে সুরমা ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল ও জনসভা অনুষ্টিত হয়। মিছিলটি কূষননগর হাইস্কুল থেকে শুরু হয়ে বেরিগাও পয়েন্ট, মঙ্গল কাটা বাজার, চৌমোহনী বাজার, নারায়ণতলা,ঝরঝরিয়া,নিউমার্কেট, সৈয়দপুর, ইব্রাহিমপুর,হালুয়ার ঘাট, ষোলগড়, কূষননগর পয়েন্টে বিশাল জনসভায় মিলিত হন। এ সময় নৌকার মনোনিত প্রার্থী ড সাদিক বক্তব্য রাখেন এবং উন্নয়ন বঞ্চিত উত্তর সুরমাবাসীর সার্বিক উন্নয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান আব্দুস ছাত্তার ডিলার,, বর্তমান সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, জাহাঙ্গীরননগর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক সেলিম আহমদ ৬ নং ওয়ার্ডের সভাপতি মুজিবুর রহমান সহ আরও স্থানীয় নেতাকর্মীরা।