স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ—১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ শ্রমিকলীগের সভাপতি ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ এর উদ্যোগে তাহিরপুরে জাতির জনকের ৪৮তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলার আটগাও লামাশ্রম হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিম আহমেদ, বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, আওযামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকমীর্রা। এ সময় সেলিম আহমেদ বলেন, আজ জাতির জন্য খুবই কষ্টের দিন। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সবাইকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছিল। মহান আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। এই শোককে শক্তিতে পরিনত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।