স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ পৌর শহরের বলাকা আবাসিক এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ইলেক্ট্রিক মেস্তুরী রিপন গুরুতর আহত হয়েছে। আহতের নাম মোঃ রিপন মিয়া। সে বলাকা আবাসিক এলাকার মৃত উছমান আলীর পুত্র। আহত রিপন মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাযায়, গত ১৪ জুলাই রাত অনুমান সাড়ে ৮ টার সময় বলাকা সামছুলের দোকানের সামনে পাকা রাস্তায় মাইজবাড়ী বদিপুর নিবাসী সন্ত্রাসী ইউনুস আলীর পুত্র শামীম মিয়ার সাথে রিপন মিয়ার কথা কাটাকাটির জের ধরে দাড়ালো অস্ত্র দিয়ে রিপন মিয়ার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। রিপনের শোর চি্ৎকারে আশপাশের লোকজন আগাইয়া এসে সন্ত্রাসী শামীমের হাত থেকে প্রাণে রক্ষা করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। গুরুতর আহত রিপন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় আসামী শামীম মিয়াকে আসামী করে রিপনের বোন সাজেদা খাতুন বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে সদর থানার ওসি সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত শামীমকে গ্রেফতারের চেষ্টা চলছে।