স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ পৌর প্রাথমিক বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের মাঝে দুপুর ২.০০ ঘটিকার সময় মেয়র এর সম্মেলন কক্ষে পোষাক বিতরণ করা হয়। পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড এর কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ গোলাম আহমদ। ৫নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরীন। সুনামগঞ্জ পৌরসভায় কর্মরত সমাজ উন্নয়ন কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক (পানি শাখা) মোঃ নিজাম উদ্দিন। পৌর প্রাথমিক বিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান আরডিএসএ’র নিবার্হী পরিচালক মোঃ মিজানুল হক সরকার। ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ফজর নূর সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে রাজিয়া বেগম, ছামিরুন নেছা, লিপি বেগম, জহিরুন্নেছা, মোছাম্মৎ হেলেনা বেগম, রোজিনা আক্তার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৯৫ (পঁচানব্বই) জন শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাত্র—ছাত্রী ও অভিভাবকসহ প্রায় ২০০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক পরিচালিত ৬টি পৌর প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে জলিলপুর একরাম উদ্দিন খাঁ ও আব্দুল আজিজ খাঁ পৌর প্রাথমিক বিদ্যালয়টি পৌর শহরের শেষ প্রান্তে অবস্থান করায় বিদ্যালয় পড়–য়া শিক্ষার্থীরা শহরে আসতে অনেক অর্থ ব্যয় হয়। ভাল শিক্ষার পরিবেশ আনার জন্য বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পৌরসভার পক্ষ থেকে যা যা প্রয়োজন তা ক্রমান্নয়ে বাস্তবায়ন করা হবে।
সেই সাথে শিক্ষার্থীদের মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড সহশিক্ষা কার্যক্রমে পিতা—মাতাসহ অভিভাবকবৃন্দের সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য বিশেষ অনুরোধ করেন।