স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা সহ মাদক কারবারী কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ সুত্র জানায়: গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ- ডিবি-র অফিসার ইনচার্জ(ওসি) নন্দন কান্তি ধর নেতৃত্বে এস আই মাহমুদুল হাসান,এস আই মোজাম্মেল হকসহ একটি চৌকস অভিযানিক টিম অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ পার্বতীপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মাদক ব্যবসায়ী ইয়াসিন মিয়াকে হাতে নাতে ইয়াবাসহ আটক করা হয়। আটকের সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ(ডিবি)ওসি নন্দন কান্তি ধর জানান মাদকের বিরোদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্সের ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ৫৫ পিস ইয়াবা সহ ধৃত ইয়াসিন কে আটক করা হয়েছে। তার বিরোদ্ধে যথাযধ আইনে মামলা রুজু করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।