স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন (প্রশাসন) মোঃ শামসুল আলমকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সন্ধায় শহরের রিভারভিউ এলাকায় একটি অভিজাত রেষ্টুরেন্টে দেয়া হয়। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও,এসএটিভি,ডেইলি ইন্ডাস্ট্রিজ প্রতিনিধি ও দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক ও প্রকাশক মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দি বাংলাদেশ টুডে, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি একে মিলন আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও মোহনাটিভি’র জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহ-সাধারন সম্পাদক ও দৈনিক আমার বার্তা, দি ফাইনানসিয়াল এক্সপ্রেস জেলা প্রতিনিধি মোঃ আফজাল হোসেন প্রমুখ। এ সময় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও আনন্দটিভি’র জেলা প্রতিনিধি এমরান হোসেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক ডেসটিনি পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি বিপলু রঞ্জন দাস, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি ও প্রেসক্লাবের তথ্য ও গবেষনা সম্পাদক আবু হানিফ, শিক্ষানবীশ আইনজীবী ও দৈনিক আজকের প্রভাত প্রতিনিধি আব্দুল কুদ্দুস রনি, দৈনিক হাওরাঞ্চলের কথা’র স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের প্রচার সম্পাদক মিজানুর রহমান রুমান, নির্বাহী সদস্য ও দৈনিক আলোর বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি আলী হোসেন ও ফটো সাংবাদিক তোষার আহমদ টিপু প্রমুখ। এ সময় বক্তারা বলেন, পুলিশ পরিদর্শক শামসুল আলম সুনামগঞ্জের পরিবহন খাতে আইনশৃংখলা বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করেছেন। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে সকল শ্রেনী পেশার মানুষের সাথে মিলে মিশে দায়িত্ব পালন করেছেন। জেলার ট্রাফিক বিভাগকে গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি’র বক্তব্যে বিদায়কালে জেলাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার জন্য দোয়া চেয়েছেন। অবসর জীবনে সাধারন মানুষের কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ##