সুনামগঞ্জ জেলার সদরের সাথে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগের বিশ্বম্ভরপুর উপজেলার একশত মিটার ব্রিজ এলাকা পানির নিছে তলিয়ে যওয়ায় যান ছলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে বিপাকে চলাচলকারী হাজার হাজার মানুষ।
সরেজমিন গুরে দেখা যায়, আকস্মিক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও অতি বৃষ্টির ফলে পানি বৃদ্ধি পেয়ে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি করেছে । সোমবার সকাল থেকে বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর গ্রামের পুর্বে মোকাম বাড়ি ও পশ্চিমে একশত মিটার ব্রিজ এলাকার রাস্তায় পানি উঠলে ঐ রাস্তা দিয়ে যান ছলাচল বন্ধ হয়ে যায়। মোকাম বাড়ি এলাকা থেকে একশত মিটার ব্রিজ পর্যন্ত নৌকায় পারাপার করতে হচ্ছে। এতে বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের গুনতে হচ্ছে বারতি টাকা।
তাহিরপুর উপজেলার বীরনগর গ্রামের মোফাজ্জল হোসেন জানান, প্রতি বছরের বর্ষা মৌসুমে বন্যা হলেই একশত মিটার ব্রিজ এলাকার রাস্তা পানির নিছে তলিয়ে যায় এবং নৌকায় ঐ রাস্তা পারি দিতে বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অন্য দিকে বিশ্বম্ভরপুর উপজেলার লোকালয়ে পাহাড়ি ঢলের পানি লোকালয়ে ঢুকে রাস্তাঘাট পানির নিছে তলিয়ে গেছে।
বিশ্বম্ভরপুর উপজেলা বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ললিয়া পুর গ্রামের জনপ্রতিনিধি ইকবাল হোসেন জানান, সৃষ্টি বন্যার ফলে মানুষের কষ্ট খুব ভেরেগেছে। ঝর তুফান হলে বাড়ি ঘড়ের মাটি ভেংগে যাবে। বন্যা দির্গহলে মানুষের দুর্ভোগের সীমা থাকবে না।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ জনান,বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।ভয় পাওয়ার কিছু নেই।