স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় গ্রেফতারি পরোয়ানভূক্ত আসামিসহ মোট ৩৫ জন আসামি গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্র জানায়,সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় জিআর ওয়ারেন্টভূক্ত-১৩ জন (সদর-০৪, ছাতক-০১, জগন্নাথপুর-০১, তাহিরপুর-০১, বিশ্বম্ভরপুর-০৪, শান্তিগঞ্জ-০১, দিরাই-০১), সিআর ওয়ারেন্টভূক্ত-০৯ জন (সদর-০৩, বিশ্বম্ভরপুর-০৩, শাল্লা-০১, মধ্যনগর-০১, দিরাই-০১), জিআর সাজা ওয়ারেন্টভূক্ত-০১ জন (তাহিরপুর), অন্যান্য মামলায়-০৭ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-০২ জন, বিশেষ ক্ষমতা আইনে-০১ জন, ফৌজদারি কার্যবিধি ১৫১ ধারায়-০২ জন আসামিসহ মোট ৩৫ জন আসামি গ্রেফতার করা হয়।
এছাড়া গত ২৪ ঘন্টার অভিযানে ৪০ বোতল বিদেশি মদ, ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৭৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার পূর্বক মামলার আলামত হিসাবে জব্দ করা হয়।
পুলিশ সুপার শাহ এহসান গ্রেফতারেরর সত্যতা নিশ্জেচিত করেন জানান, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধীদের গ্রেফতারে জেলা পুলিশ, সুনামগঞ্জের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।