স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের জারিকারক বিজয় কুমার দাসকে সরকারি কাজে বাধা ও শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগে দিরাই উপজেলার রায়বাঙালী গ্রামের লন্ডন প্রবাসী জমসির আলীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। ঘটনাটি ঘটে গত ১১ ডিসেম্ভর রায়বাঙালী গ্রামের লন্ডন প্রবাসী জয়সির আলীর বসতবাড়ীতে। ঘটনার পর পরই জারিকারক আদালতকে বিষয়টি অবহিত করে আমলগ্রহনকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত দিরাই বরাবরে দঃবিঃ ১৭৩/১৮৬/১৮৯/৩৫৩/ ৩৩২ ধারায় অভিযোগ দায়ের করলে অভিযোগটি আমলে নেন এবং সিআর মোকদ্দমা নং ১৮১/২১ দিরাই রুজু করেন। তৎপ্রেক্ষিতে আদালত আসামী জমসির আলীকে দিরাই থানা পুলিশ গ্রেফতার করতঃ জেল হাজতে প্রেরন করেন। আদালত সুত্রে জানা যায়, গত ০৮ ও ১১ ডিসেম্ভর তারিখে জেলা জজ আদালতের জারিকারক বিজয় কুমার দাস আদালতের নির্দেশে স্বত্ব মোকদ্দমা নং ১৭৮/২০২১ এর সমন/নোটিশ জারি করতে গেলে আসামী জমসির আলীসহ আরও কয়েকজন নোটিশ গ্রহন না করে খারাপভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে লন্ডনপ্রবাসী জমসির আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।