স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ছাতক গোবিন্দগঞ্জ সড়কের কালারুকা ইউনিয়নের তাজপুর এলাকা থেকে ৮৪০০ বস্তা চিনিসহ একজনকে আটক করেছে। আটককৃত আসামী দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের গৌরা গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আব্দুল কাইয়ুম(২১)। শুক্রবার ভোরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধরের নির্দেশনায় এসআই মাসুদ রানা বিশ্বাসের নেতৃত্বে এএসআই শরীফ কনস্টেবল দিপক মুন্ডা, আদিলুর রহমানসহ একটি চৌকুস অভিযানিক দল ১৬৮ বস্তা ভারতীয় চিনি পরিবহন করার সময় ৩টি ডিআই পিক আপসহ আব্দুল কাইয়ুম নামের একজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় অন্যান্য আসামীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর বিপুল পরিমাণ চিনিসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান রোধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামাল ও আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।