স্টাফ রিপোর্টার: ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস এ উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল একটি রেলি সুনামগঞ্জ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বক্ত পলিন নেতৃত্ব দেন। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত, যুক্তরাজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম , সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, তাহেরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল সহ অনেক নেতৃবৃন্দ ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসের রেলিতে অংশ নেন।