স্টাফ রিপোর্টার : পাহাড়ি ঢল আর বৃষ্টিপাতে সুনামগঞ্জের সকল নদনদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সুরমা নদীর ছাতক ও সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সকাল ৯ টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে সুরমা নদীর পানি ৭.৮৩ সেন্টিমিটার যা বিপদসীমার ৩ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৭০ মিলিমিটার বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে নদী তীরবর্তী ও হাওরের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।
আগামী ৭২ ঘন্টা সিলেট সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে
সিলেট সুনামগঞ্জ অঞ্চলে সমতলে পানি বৃদ্ধি পেয়ে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থতির শঙ্কার কথা জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
জেলার তাহিরপুর বিশ্বম্ভপুর সড়ক বন্যার পানিতে নিমজ্জিত থাকায় জেলা শহরের সাথে বন্ধ রয়েছে যান চলাচল। তাহিরপুর ও বিশ্বম্ভপুর নিম্নাঞ্চলে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।
এদিকে প্রথম দফা বন্যার রেষ কাটতে না কাটতে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছেন জেলার বন্যা কবলিত এলাকার মানুষ। যাঁরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন নতুন করে বন্যা আতঙ্ক দিন কাটছে তাদের। বন্যা মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।