1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
মৌলভীবাজার জেলা উন্নয়ন পরিষদ ইউকে শাখার সভা অনুষ্ঠিত হয়েছে  আ.লীগকে ভারত অবৈধভাবে ক্ষমতায় রেখেছিলো: হাসিব শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জন আটক ছাতকের কালারুকা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের তথ্য চেয়ে ইউপি সদস্যদের আবেদন ‘সরকারি কর্মচারীদের বেতন বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়’ শিক্ষার্থী রাকিবের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন সিলেটে বালুর নিচে লুকানো ভারতীয় ৩০০ বস্তা চিনি জব্দ আটক—৩ শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. খায়রুল ইসলাম শাবির ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. খায়রুল ইসলাম জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মাদক ও চোরাচালান বন্ধে সংকল্প ব্যক্ত করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার এমএন মুর্শেদ

Reporter Name
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মাদক ও চোরাচালান বন্ধে সংকল্প ব্যক্ত করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার এমএন মুর্শেদ।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো অবস্থানে রয়েছে। সুনামগঞ্জ জেলায় যে সমস্যাগুলো রয়েছে সবার সহযোগিতায় এর সমাধান করা হবে। বিশেষ করে চোরাচালান নিয়ন্ত্রণে আনতে পুলিশ বদ্ধপরিকর। চোরাচালানের স্পটগুলো সনাক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট থেকে চোরাচালান পণ্য উদ্ধার হলে সুনামগঞ্জ থেকেও হবে। আমরা ঢেলে সাজাবো। যাতে চোরাচালানী সিন্ডিকেট নিস্ক্রিয় করে দেয়া যায়। আমি সুনামগঞ্জে মাদক ও ইভটিজিং মুক্ত করতে চাই। এটিকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দমন করা হবে। পুলিশ সুপার আরও বলেন, আমি খালি হাতে এসেছি, সুনামগঞ্জ থেকে যেদিন যাবো ইনশাআল্লাহ খালি হাতেই যাবো। যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পিচপা হবো না। সমস্যা থাকবে, বাধা থাকবে তবে এর সমাধানের পথও খুঁজতে হবে। আমি সকলের সহযোগিতায় সুনামগঞ্জ শহরকে একটি সুন্দর নিরাপদ আইনশৃঙ্খলায় অত্যান্ত ভালো জনপদ হিসেবে গড়ি তুলবো ইনশাআল্লাহ।

সুনামগঞ্জ শহরের ট্রাফিক সমস্যা নিয়ে বলেন, ট্রাফিকজ্যাম নিরসনে পৌরসভার মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান সহযোগিতায় একটি বাসযোগ্য ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে। ট্রাফিক বিভাগের কোনো ত্রুটি থাকলে সেটিও দেখা হবে। রাস্তার উপর কোনো দোকান বসতে দেয়া হবে না। ব্যবসায়িদের বসার বিকল্প ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করবো।

শিশু অপহরণ বিষয়ে তিনি বলেন, ইদানীংকালে শিশু অপহরণের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারিত হচ্ছে। কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে জেলাবাসীকে আহ্বান জানান তিনি। ফেইসবুক পেইজ বা ওয়েব পোর্টালে গুজব ছড়ানো হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন  নবাগত এই পুলিশ কর্মকর্তা। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)  রাজন কুমার দাস প্রমুখ। এ সময় জেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন