সুনামগঞ্জের দোয়ারাবাজারে যৌথ বাহিনীর অভিযানে রিভলবারসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯ টার দিকে বিজিবি ও র্যাব যৌথ অভিযান চালিয়ে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা বাজার থেকে আব্দুল সিদ্দিক (২৪) নামের ওই যুবককে রিভলবারসহ আটক করে। আটক যুবক আবদুল সিদ্দিক ইদুকোনা গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।
বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব—৯ এর সুনামগঞ্জ সিপিসি—৩ এর কোম্পানি কমান্ডার মেজর মো. ফয়সাল ও বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নায়েব সুবেদার মো. আব্দুল সিদ্দিকের নেতৃত্বে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা বাজারে অভিযান চালানো হয়। এসময় রিভলবারসহ আব্দুল সিদ্দিককে আটক করা হয়।
বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটক সিদ্দিক অস্ত্রসহ র্যাব—৯ এর সুনামগঞ্জ সিপিসি—৩ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।