নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের ছাতকে এক যুবলীগ কর্মীর হাতে আরেক যুবলীগ কর্মী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে ছাতক পৌরশহরের গনেশপুর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মী লায়েক মিয়া (৪৭) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্ডলীভোগ আবাসিক এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে এবং বাংলাদেশ এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের সুনামগঞ্জ জেলা ইউনিটের যুগ্ম সম্পাদক। তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার এস.আই মিজানুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে পৌরশহরের গনেশপুর খেয়াঘাটে বসে কয়েকজনের সাথে চা পান করছিলেন লায়েক মিয়া। এসময় হঠাৎ করেই মন্ডলীভোগ আবাসিক এলাকার তাজ উদ্দিনের ছেলে যুবলীগকর্মী আব্দুল কদ্দুছ শিপলু ছুরি দিয়ে লায়েকের বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা লায়েক মিয়াকে প্রথমে ছাতক উপজেলা হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পৌরশহরে উত্তেজনা বিরাজ করছে। তবে অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় আরেকটি সূত্র জানায়- মন্ডলীভোগ লাল মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে লায়েক মিয়া ও স্থানীয় এরশাদ আলী নামের একজনের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ বিষয় নিয়ে সোমবার (২৭ মার্চ) লায়েক মিয়ার পক্ষের কাজল মিয়া ও এরশাদ আলীর নাতি শিবলু আহমদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিবলু আহমদকে চড়-থাপ্পড়ও মারেন কাজল মিয়া। এ নিয়ে দুদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিলো। এরই জের ধরে লায়েক হত্যার ঘটনা ঘটে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মুহাম্মদ মইনুল জাকির বলেন, ‘পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীদের ধরতে থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।’