নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) নিসচা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসষ্টেশনের ইফতার বিতরন শেষে ভাই ভাই রেস্তোরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদার, মহিলা বিষয়ক অধিদপ্তর’র উপপরিচালক এজিএম রেজাউল আলম, নিসচার উপদেষ্টা মনসুর আলম তালুকদার, নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোশাহিদ আলম মহিমতালুকদার , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শফিকুল ইসলাম, নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক আবু হানিফ ,জেলা মালিক-শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি সাহিদুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল হক মিলন, হাকিম আফতাব উদ্দিন, কামরুল হাসান, তহুর মিয়া প্রমুখ। এসময় সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।