সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে এসএ টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে কেক কাটা ও আলোচনার মাধ্যমে জন্ম দিন পালন করা হয়।
এসএ টিভি সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে একে মিলন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহন মিনজি, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সহসভাপতি শওকত আলী, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান, মোহনাটিভি জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, মাইটিভি জেলা প্রতিনিধি আবু হানিফ, এনামুল কবির মুন্না প্রমুখ।