নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা- আহত ২। সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় ২ নারী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতুপী এলাকায় এই ঘটনাটি ঘটে৷গুরুতর আহতরা হলেন- ময়মনসিংহের কালুরঘাট এলাকার লায়লা বেগম (৫০) ও তার মেয়ে রুবিনা বেগম (৩০)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে বাসার মালামাল নিয়ে শান্তিগঞ্জে আসার পথে দামোধরতুপী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা খায় ট্রাক। এতে ট্রাকে থাকা দুই নারী গুরুতর আহত হন৷ এরপর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জিসান রহমান নাবিক বলেন, ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি৷